
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ পৌর সভার কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোরগ প্রতিক নিয়ে ২৪৯ ভোট পেয়ে মোঃ ইদ্রিস আলী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যমত্ম বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শামসুল আযম জানান, শামিত্মপূর্ণ ভাবে পৌর সভার ৯ নং ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট ভোটার ছিল ১হাজার ১শত ৮১জন। ভোট প্রদান করেছেন ১হাজার ১৫জন ভোটার। বাতিল হয়েছে ২৩টি ভোট। উক্ত নির্বাচনে ভোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মোরগ প্রতিক নিয়ে ২৪৯ ভোট পেয়ে মোঃ ইদ্রিস আলী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি তবলা প্রতিক নিয়ে মোঃ তাইজ উদ্দিন পেয়েছেন ২১৭ ভোট। হরিণ প্রতিক নিয়ে মোঃ তোফাজ্জল পেয়েছেন ১৫৬ ভোট। চাঁদ প্রতিক নিয়ে মোঃ আবু মুইদ রম্নবেল পেয়েছেন ১২৯ ভোট। প্রয়াত কাউন্সিলর মোঃ নুর ইসলামের স্ত্রী নেহার বানু গীটার প্রতিক নিয়ে ৯৪ ভোট পেয়েছেন। মোঃ শহিদুল ইসলাম আপেল প্রতিক নিয়ে পেয়েছেন ৭৯ ভোট। রিংকু নোঙ্গর প্রতিক নিয়ে পেয়েছেন ৬৮ ভোট।
উলেস্নখ্য যে কাউন্সিলর মোঃ নুর ইসলামের মৃত্যুতে পদটি শূন্য হয়।