সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ শতগ্রাম ইউনিয়নে ১ কোটি ১৫ লাখ টাকা বাজেট ঘোষনা

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ উপজেলার শতগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে ২০১৬-১৭ অর্থ বছরে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৩ শত টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডাঃ কেএম কুতুব উদ্দিনের সভাপতিত্বে বাজেট প্রনয়ন করা হয়। ঘোষিত বাজেট বাস্তবায়নে তিনি উপস্থিত ও জনগনের ভোটে নির্বাচিত সকল সদস্য/সদস্যা, প্রশাসন, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সম্মানিত সকল সুধি, সংবাদিকসহ সর্বস্তরের গনমানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন। ইউনিয়নবাসীর দৃষ্টি আকর্ষন করে চেয়ারম্যান সাহেব আরও বলেন ঘোষিত বাজেট খুবই সময়োপোযোগী এবং পল্লী এলাকা উন্নয়ন বান্ধব একটি গ্রহনযোগ্য যুক্তি সংগত বাজেট। এটিকে সফলভাবে বাস্তবায়ন করতে হলে সকলকে তাদের প্রতি আরোপিত টেক্স-আয়কর যথা সময়ে পরিশোধে আন্তরিক হতে হবে।বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো: সোহরাব হোসেন, সকল ইউপি সদস্যগন, বীরগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাংবাদিক আবেদ আলী, বীরগঞ্জ প্রেসক্লাব যুগ্ন সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন, প্রভাষক নজরুল ইসলাম খান বুলুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Spread the love