বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ বীরগঞ্জ গত সোমবার আমত্মর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে শিশু অধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা ও শিশু শ্রমসহ বন্ধ, শিশু শিক্ষার প্রয়োজনীয়তা, শিশুদের অধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির কুমোদ চন্দ, সদস্য মোঃ রফিকুল ইসলাম, সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওবায়দুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি প্রজেক্ট অফিসার স্তিফান রিনো নাথ প্রমুখ। অনুষ্ঠানে উল্লেখিত বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।