সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সভাপতির ভাইয়ের মৃত্যুতে মিলাদ মাহফিল

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সভাপতির মীর কাসেম লালুর বড় ভাই আব্দুল মতিন মতি (৬৫) মৃত্যুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সভাপতির মীর কাসেম লালুর বড় ভাই আব্দুল মতিন মতি পৌরসভার ৭নং-ওয়ার্ডের বাসভবনে সকাল থেকে কোরান খানি ও বিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তিনি নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ইন্তেকাল করেন। ওই দিন বাদ এশা জানাজা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, ভাই-বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

Spread the love