
ওয়ারিস উল ইসলাম ওলি ঢাকা থেকে: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মরহুম সফর উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা পশর আলী (৭২) এর মৃত্যুতে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির শোক প্রকাশ।
এক বিবৃত্তিতে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির সভাপতি মোঃ আনোয়ার পারভেজে, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সফিউল ইসলাম জুয়েল সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক সারওয়ার মোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসাইন, কোষাধ্যক্ষ নুরুল হক বাবু, সহ-কোষাধ্যক্ষ মোরশেদ আলম, দপ্তর সম্পাদক চহির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ওয়ারিস উল ইসলাম ওলি, সাংস্কৃতিক সম্পাদক রহিমুল হক, সমিতির নির্বাহী সদস্য ফারুক ই আজম, তুহিন মাহমুদ, তন্ময় সরকার তনু, জুবায়ের, রাববী, আসাদ, টিটন, হীরা প্রমুখ বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।