বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিসুর রহমানের কুলখানি সম্পন্ন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর: বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিসুর রহমান এর কুলখানি শুক্রবার দিনাজপুর শহরের উত্তর চাউলিয়পট্টিস্থ নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে। ৫ ডিসেম্বর বাদ আসর ফটো সাংবাদিক ইউসুফ এর চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিসুর রহমানের কুলখানি অনুষ্ঠানে অংশ নেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ আব্দুল বাকি, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক প্রধান পরীক্ষক ও দিনাজপুর ইকবাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছাড়াও মরহুমের সুভাকাঙ্খিবৃন্দসহ সকলেই উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Spread the love