
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিসুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার, হুইপ ইকবালুর রহিম এমপির শেষ শ্রদ্ধা এবং জানাযা ও দাফন সম্পন্ন । ৩০ নভেম্বর রোববার বাদ যোহর পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদে দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টি নিবাসী ফটো সাংবাদিক ইউসুফ এর চাচা এবং ঘাসিপাড়া মহল্লা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুল্লুর শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বীরমুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিসুর রহমান (৭২) এর প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের জানাযা এবং লালবাগ কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। উক্ত গার্ড অব অনার, জানাযা ও দাফনকার্যে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোঃ রেজাউল ইসলাম ঝুনু, কোতয়ালী থানা কমান্ডার মোঃ লোকমান হাকিম, দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু এহতেশাম রেজা, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শাকু, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ উদ্দিন, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও মরহুমের শুভাকাঙ্খীবৃন্দ। গত ২৯ নভেম্বর শনিবার রাত ১১টায় দিনাজপুর সদর হাসপাতালে ইদ্রিসুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্ষ জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান, দুই কন্যা, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে সকাল ১০টায় মরহুমের নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক ইদ্রিসুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি ইকবালুর রহিম। এসময় শহর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজবসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।