বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বুধবার থেকেই ঢাকার উদ্যেশ্যে ১৮ দলের নেতাকর্মীরা

54770১৮-দলীয় জোটের নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সরকার গাড়ী বন্ধ করে দিতে পারে এমন ধারণা থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকার উদ্যেশ্যে এলাকা ছেড়েছেন।
সারা দেশের অধিকাংশ কর্মীরই শুক্রবারের মধ্যে ঢাকা আসার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এসব কর্মী  ছদ্মবেশ গোপন পরিচয়ে ঢাকায় আসছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে রাজধানীর হোটেলগুলোতে না উঠে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাসায় উঠবেন তারা। রাজধানী এবং আশপাশের এলাকার মসজিদ ও মাদ্রাসাগুলোতে অবস্থানের পরিকল্পনা রয়েছে বিরোধী দলের কর্মীদের।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টার অবরোধ  শেষে  মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রহসনকে ‘না’ ও গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলা।

Spread the love