সোমবার বিকেলে ছাত্র সংগ্রাম পরিষদ অধ্যাপক পিয়াস করিমের মৃতদেহ শহীদ মিনারে আনতে না দেওয়ার ঘোষণা দিয়েছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে একটি আবেদনও করেন তারা। অন্যদিকে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগও একই ঘোষণা দিয়েছে। পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনা নিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে একারণে শহীদ মিনার এলাকায় বাড়তি নিরাপত্তার দিতে পারে পুলিশ। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো বিশৃঙ্খলা হোক পুলিশ প্রশাসন তা আশা করে না।
এর আগে দুপুরে অধ্যাপক পিয়াস করিমের ছোট ভাই জহির করিম বুধবার শেষকৃত্য অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পিয়াস করিমের মরদেহ রাখা এবং বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হওয়ার কথা রয়েছে।