মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ৩ দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
আজ বুধবার দুপুর ১টার দিকে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে। এছাড়া আগামী শুক্রবার দোয়া ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে ২০৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অবুধবার নিজামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। এ রায়ের মধ্যদিয়ে প্রায় এক বছর ধরে ঝুলে থাকা ৭১ বছর বয়সী নিজামীর রায়ের জন্য দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো।