শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়াকে আটকের ষড়যন্ত্র করা হচ্ছে -জাগপা’র সভাপতি

জাগপা কেন্দ্রীয় কমিটি’র সভাপতি সফিউল আলম প্রধাণ বলেছেন, খালেদা জিয়াকে আটকে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি পথসভায় শেখ হাসিনাকে উদ্যেশ্য করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকের আগে আপনার পার্সপোর্ট ভিসা তৈরি করেন। বেগম খালেদা জিয়া আপনার মতো এরশাদের সাথে নোংড়ামিতে যেয়ে জাতির সাথে বেইমানি করেনি। তিনি নীলফামারীর জনসভাকে সফল করতে ঠাকুরগাঁওবাসিকে আহবান জানান।
আগামী ২৩ অক্টোবর নীলফারীতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জনসভা উপলক্ষে আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে জেলা জাগপা’র সভাপতি মনসুর আলী জয়ের সভাপতিত্বে এক পথসভায় জাগপা কেন্দ্রিয় কমিটি’র সভাপতি সফিউল আলম প্রধান এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি মির্জা ফয়সল আমিন, সহসভাপতি চৌধুরী গোলাম সারোয়ার রঞ্জু, তথ্য ও গবেষণা সম্পাদক মামুন অর রশিদ, যুবদলের আহবায়ক মাহেবুল্লাহ আবু নুর, কেন্দ্রীয় জাগপা’র সাংগঠনিক সম্পাদক ও জেলা সমন্বয়কারি শাহাজান সিরাজ, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক রুবেল ইসলাম, জেলা যুব জাগপার সহ-সাংগঠনিক ফিরোজ, জেলা যুবদলের জাহিদ ও বুলেট  প্রমুখ বক্তব্য রাখেন।

Spread the love