বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বে-রশিক পুলিশ সৌরভ আর সীমাকে বাসর ঘরে না পাঠিয়ে শ্রীঘরে পাঠিয়ে দিল

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : সৌরভ রায় আর সীমা রয়ের দীর্ঘদিনের প্রেমের সমাপ্তি ঘটিয়ে স্থানীয় মন্দিরে মালা বদল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বে-রশিক পুলিশ সৌরভ আর সীমাকে বাসর ঘরে না পাঠিয়ে শ্রীঘরে পাঠিয়ে দিল। সংবাদটি জানাজানি হলে দিনাজপুর শহরে টক অব টাউন হয়ে উঠে।

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের দনি শিবপুর গ্রামের গরিব কৃষক পরশু রাম রায় এর মাষ্টার্স পড়–য়া কন্যা সীমা রায় (২২) এর সাথে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি গ্রামের মৃত অরুন কুমার রায় এর পুত্র সৌরভ রায় (৩০) শহরের কালিতলাস্থ আত্মিয়র বাসায় থাকা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সূত্র গড়ে উঠে। দীর্ঘ দিন প্রেম চলাকালিন তাদের মাঝে দৈহিক সম্পর্কও গড়ে উঠে। গত মঙ্গলবার রাতে সৌরভ রায় পরিকল্পিতভাবে ইউনিয়নের স্থানীয় মন্দিরে পূজা অর্চনা ও মালা বদলের মাধ্যমে সীমা রায়কে বিবাহ করে। বিবাহ অনুষ্ঠানে শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আরিফ আলী তালুকদার ডাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ইউপি সদস্যা দীপ্তি রানী রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সংবাদটি সৌরভের আত্মিয় স্বজন এবং মা কল্পনা রানী জানতে পেরে থানায় অভিযোগ করে যে, তার ছেলেকে জোর পূর্বক বিয়ে দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে তুলে এনে থানায় সোপর্দ করে। মেয়ের মা-বাবাও থানায় একটি মামলা দেন। সৌরভ থানায় স্বীকার করে সীমা রায়ের সাথে দীর্ঘ দিন ধরে প্রেম ও দৈহিক সম্পর্ক রয়েছে। সৌরভের মা কল্পনা রানী রায় ঘোষনা দিয়ে তার ছেলে সৌরভকে বলেন যত টাকা খরচ হউক ওই মেয়েকে তুই স্ত্রী হিসেবে মেনে নিবিনা। মায়ের শেখানো কথায় সৌরভ এখন সীমা রায়কে স্ত্রী হিসেবে গ্রহণ করছে না। এ সংবাদ লেখা পর্যন্ত দুই পই মামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। মেয়ে পরে সদস্যরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চায়।