সারা বছরের ক্লান্তি ছেড়ে বৈশাখের পহেলা দিনে
বাঙ্গাঁলীরা মেতে উঠে পহেলা বৈশাখ বরণে।
নতুন সনের পহেলা দিনে
রাঙ্গিঁয়ে তোলে নাচে আর গানে।
হাজার সাধনা, কত যে বেদনা, কত কষ্টের মাঝে
তবুও বাঙ্গাঁলী নতুন বছরে নতুন করে সাজে।
শহর-গঞ্জ মুখরিত হয় বৈশাখী প্রভাতে
ভিন্ন বাহারের মেলা আর বাসন্তি রঙ্গেঁর শোভাতে।
ছেলে-মেয়েরা মেলায় ছুটে বাবা মায়ের সাথে
কেউ কেউ আসে আবার পান্তা ইলিশ খেতে।
সারি সারি দোকান আর নানান রকমের খেলা
বাঁশির সুর আর ঢোল তালে মেতে উঠে মেলা।
রবি ঠাকুরের গানের তালে বৈশাখের পহেলা দিনে
বাঙ্গাঁলীরা উৎসবে মাতে বৈশাখ বরণে।
সুষ্ময় সরকার শিমুল
নবম শ্রেণী
ডিমলা রাণী বৃন্দারাণী সরকারী উচ্চ বিদ্যালয়
ডিমলা, নীলফামারী