সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জের পল্লীতে দেবর ও শ্বশুর কর্তৃক গৃহবধু শারমিনকে নির্যাতন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুবিদহাট গ্রামের জামাল উদ্দীন এর কন্যা দুই সন্তানের জননী মোছাঃ মুন্নি আকতার শারমিন (২৫) কে শশুড় বাড়ী লোকজন পিটিয়ে গুরুত্বর করে। মুন্নি বর্তমানে বোচাগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, গত ২ জুলাই শনিবার বিকালে তার শুশুরবাড়ী কাহারোল থানার বাইশপুর গ্রামে তার দেবর সাইদুল, জা লাকি বেগম ও শশুর আব্দুল গনি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোছাঃ মুন্নি আকতার শারমিন (২৫) কে লাঠিসোঠা দিয়ে বেদম প্রহার করে গুরুত্বর আহত করে। এসময় শারমিনের স্বামী অহিদুল ইসলাম ঘটনা জানতে পেরে তার স্ত্রীকে বাড়ী থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। শারমিনের পিতা জামালউদ্দীন জানান, তার জামাই কাজের জন্য বাইরে অবস্থান করার সুযোগে প্রায়শই তার মেয়েকে তার দেবর, জা ও শশুর মিলে শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। ঘটনার দিন পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।