বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোচাগঞ্জের বৃক্ষ প্রেমিক আবুল কাশেমের দিনবদল

Bochaganjমো. সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ।।  দিনাজপুরের বোচাগঞ্জের বৃক্ষ প্রেমিক নামে ব্যাপক পরিচিত আবুল কাশেম। যার নিজ হাতে এ পর্যন্ত উৎপাদিত ১ কোটি চারা রোপিত হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলায় ব্যাপক পরিচিত ও স্বাবলম্বী নার্সারী মালিক হিসেবে তার গ্রহনযোগত্যা তাকে উচ্চতার শিখরে নিয়ে গেছে। শুধু নার্সারী করেই তিনি এখন স্বাবলম্বি। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে এলাকার অনেকেই নার্সারী ব্যবসা গড়ে তুলেছেন। ছোট বেলা থেকেই আবুল কাশেম একজন প্রকৃতি প্রেমিক। সবুজের সমারোহ আর বৃক্ষের বনায়ন তাকে আকৃষ্ট করে তাই তিনি এই অঞ্চলকে বৃক্ষ রোপনরে মাধ্যমে সবুজ বিপ­ব ঘোটাতে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউপির সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের বড়ু সুলতানপুর পাকা সড়ক সংলগ্ন রাস্তার পাশে আবুল কাশেম ১৯৮৬ সালে মাত্র ১ বিঘা জমির উপর কাশেম নার্সারী গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকেই তিনি ব্যাপক সাড়া পন। সততা ও সুনামের সাথে নার্সারী ব্যবসা করে বৃহত্তর দিনাজপুর জেলায় একজন সফল নার্সারী ব্যবসায়ী হিসেবে নিজের পরিচিতি বাড়িয়েছেন। বর্তমানে সেনীহারি গ্রামে ২টি সুসজ্জিত উৎপাদন কেন্দ্র, বড় সুলতানপুর পাকা সড়ক সংলগ্ন এলাকায় প্রজাতি ভেদে আলাদা আলাদা বেডে একটি বিক্রয় কেন্দ্র ৬নং রনগাঁও ইউপির ভান্ডারখন্ড গ্রামে আরো একটি উৎপাদন কেন্দ্র ছাড়াও বিভিন্ন প্রজাতির মাদার প্ল্যান্ট নিয়ে বর্তমানে তার নার্সারী আয়তন ১৬ একর। কাশেম নার্সারী প্রধান বৈশিষ্ট হলো নার্সারীতে সাধারন গাছের পাশাপাশি বিভিন্ন দূর্লভ গাছের চারা সংগ্রহ করে এবং নিজেস্ব মাতৃ গাছের বাগান থেকে উৎপন্ন শতভাগ বিশুদ্ধ, গুনগত মান সম্পন্ন চারা উৎপাদন করা। ফলে জাতের বিশুদ্ধতা চারার সঠিক বৃদ্ধি মাটিতে রোপনের পরে মৃত্যুর হার কম হওয়ায় নার্সারীটি অত্র বোচাগঞ্জসহ পীরগঞ্জ, বীরগঞ্জ, রানীসংকৈল, হরিপুর, নেকমরদ, বালিয়াডাঙ্গী, শিবগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, বিরল, কাহারোল সহ বিভিন্ন এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। উলে­খিত এলাকায় ‘‘কাশেম নার্সারীর’’ চারা দিয়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের শত শত পরিকল্পিত বাগান গড়ে উঠেছে। কাশেম নার্সারীর সফলতা দেখে পাশাপাশি আরো অনেক বেকার যুবক নার্সারী করতে আগ্রহী হয়ে উঠে। তার নার্সারীকে কেন্দ্র করেই সুলতানপুর সহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি নার্সারী। কাশেম নার্সারীর ৪টি অঙ্গনে বর্তমানে কর্মরত শ্রমিকের সংখ্যা ৪০জন । এসব শ্রমিকরা নার্সারীতে কর্ম করে পরিবারের ভোরন পোষন করছে। এ ক্ষেত্রেও কাশেম নার্সারী বেকারত্ব মোচনে সফলতা অর্জন করেছে। এছাড়াও গাছের চারা রোপন মৌসুমে প্রতিদিনি প্রায় ৫০ জন শ্রমিক দিন হাজিরার মাধ্যমে কাজ করেন। বোচাগঞ্জ এলাকায় অনেক দূর্লভ প্রজাতির গাছ রোপন ও তৈরীতে কাশেম নার্সারী ব্যাপক ভূমিকা পালন করে চলছে। পাম, ষ্টবেরী, বিলুপ্ত প্রায় পেরাল, এই এলাকায় নতুন গাছ হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে কাশেম নার্সারীর মাধ্যমে। শুধু চারা উৎপাদন করে অর্থ আয় করা এই নার্সারী প্রধান লক্ষ্য নয় বলে জানালেন নার্সারী মালিক আবুল কাশেম। প্রতি বছর গড়ে ফলদ, বনজ ও ঔষধীসহ প্রায় ৫/৬ লাখ চারা উৎপাদন করে থাকেন তিনি যার শতকরা ৮০ ভাগই বিক্রি হয়ে যায়। আবুল কাশেমের নেশা দেশের বিভিন্ন এলাকায় আবিস্কৃত ও নতুন প্রজাতির নতুন চারা উৎপাদন করে এলাকায় বিস্তার ঘটানো। একজন প্রতিষ্ঠিত নার্সারী মালিক হয়েও এখনো তিনি নিজ হাতে চারার পরিচর্যা করেন। যেন প্রতি গাছের সাথে তার সু-সর্ম্পক গড়ে উঠেছে। আবুল কাশেম ব্যক্তিগত উদ্যোগেও গোরস্থান, ঈদগাঁও ময়দান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন করে থাকেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রজাতির ফলদ যেমন, প্রায় ৩০ জাতের লিচু কুল, লেবু, পেয়ারা, কাঠাল, জাম, সফেদা, নারিকেল, সুপারী, আমড়া, ডালিম, কমলা, অঙ্গুর, তেজপাতা, ডালিম, জলপাই, কামরাঙ্গ, চালতা, লটকন, ষ্টবেরী, জাম্বুরা, প্রভৃতি বনজ মেহগনি, আকাশমনি, ঘোড়ানিম, লুবু, ইউক্যালিপিটাস, ঔষধী গাছের মধ্যে জাতনিম, অর্জুন, আমলকি, হরতিক, বহেড়া  পাশাপাশি শোভা বর্ধনকারী ও ফুলের মধ্যে গোলাপ, থুজা, সাইকাস, পাইন, দেবদারু, রঙ্গন, বকুল, জবা, আরকোরিয়া, পাতা বাহার, ক্যাকটাস, দোলন চাঁপা, কামিনী, পলাশ, জারুলসহ অসংখ্য ফুলের সমারোহ এই কাশেম নার্সারীতে। শুধু তাই নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদার প্ল্যান্ট সংগ্রহ করে এই এলাকায় কলমের মাধ্যমে ঐসব দূর্লভ গাছের চারা আবাদে আগ্রহী মানুষের হাতে তুলে দিচ্ছেন এই কাশেম নার্সারী। গত ২০১৩ সালের জুলাই মাসে বোচাগঞ্জ অঞ্চলে আকস্মিক ভারতীয় ঢলের পানিতে নিমাঞ্চল প্লাবিত হলে কাশেম নার্সারীর প্রায় ৫৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা মারা যায়। প্রাকৃতিক এই বিপর্যয় দমাতে পারেনি কাশেম নার্সারীর কার্যক্রম। নব উদ্যোগে তারা আবারোও নতুন করে শুরু করে চারা উৎপাদন। নার্সারীর পাশাপাশি ভবিষ্যতে হারভেষ্টের মাধ্যমে জৈব সার তৈরী, ডেইরী ফার্ম ও প্লোট্রি ফার্ম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিভিন্ন প্রজাতির প্রায় এক কোটি চারা রোপনের মধ্যদিয়ে এই অঞ্চলে বৃক্ষ রোপনে ও সামাজিক বনায়নে ব্যাপক সফলতা লাভ করার পরও আবুল কাশেম পাননি কোন সন্মাননা, জোটেনি কোন স্বীকৃতি, পাননি কোন পুরুস্কার। তাতেও তার আক্ষেপ নেই বলে জানালেন আবুল কাশেম। তবে তার ভবিষ্যত প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় আছেন। পঞ্চাশোর্ধ বয়সের অসীম প্রান শক্তির অধিকারী এই আবুল কাশেম ও তার প্রতিষ্ঠান কাশেম নার্সারী দেশ, প্রকৃতি ও মানুষের কল্যানের জন্য দৃঢ় প্রত্যয়ে কাজ করে চলেছেন।  যা অন্যান্য মানুষের কাছে অনুকরনীয় হয়ে থাকবে।