
মোঃ শামসুল আলম ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ ॥ গত শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুন্দরপুকুর গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় গৃহ পালিত পশু, নগদ অর্থ সহ ৪টি বসতবাড়ির ৭টি ঘর পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। অগ্নি কান্ডের খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের দল ও বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাবিবুল হক প্রধান ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়াও আজ রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, ৩নং মুর্শিদ হাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাফরুল¬াহ ও বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদ্বয় ঘটনা স্থল পরিদর্শন করেছেন। যারা ক্ষতি গ্রস্থ হয়েছেন তারা হলেন, রাম প্রসাদ ভোলা, সাবুল উভয় পিতা খোকা রাম ও বাজারু পিতা সুমাসু।