শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আওয়ামীলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ২৩জুন বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকিৃতিতে পুষ্প মাল্য অর্পন ও সকাল ১১টা ১৫ মিনিটে দলীয় কার্যালয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, মোঃ শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, আনিছুর রহমান,যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।