দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত এবং ফুলবাড়ীতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফরহাদ হাসান চৌধুরী ইগলু (দোয়াত-কলম) ৩৩ হাজার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী জাতীয়পার্টির মোঃ জুলফিকার হোসেন (আনারস) পেয়েছেন ২৪ হাজার ৭৪৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আমিনুল হক (মাইক) ৩৮ হাজার ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের মোঃ মিজানুর রহমান (টিয়া পাখি) ভোট পেয়েছেন ২৬ হাজার ১৭৯।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুন নাহার মুক্তি (কলস) ৩৭ হাজার ৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের পুতুল রানী রায় (হাঁস) পেয়েছেন ৩৫ হাজার ৮৭৭ ভোট।
অপরদিকে, ফুলবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ খুরশিদ মতি আনারস প্রতীক নিয়ে নিয়ে ৪৬৪৭৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ছোট ভাই মুশফিকুর রহমান বাবুল দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৪১২ ভোট।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থী জামায়াতে ইসলাম ফুলবাড়ী শাখার সেক্রেটারী মঞ্জুরুল কাদের বাবু উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৯৮৬৪ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন জাকির (টিউবওয়েল) ৩০৪৯৭ ভোট পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপি’র হাসিনা পারভীন (ফুটবল) ৪৯৫০৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রার্থী নীরুসামছুন্নাহার (কলস) ২১১১৬ ভোট পেয়েছেন।