সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আজ ১৩অক্টোবর মঙ্গলবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫ ইং পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাস হতে র‌্যালী বের হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যামিক শিক্ষ অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিষ্ণনু, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আনোয়ার হোসন প্রমুখ।