
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গতকাল ১৫ জুন বুধবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে পিছিয়ে পড়া জন গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রবিউল হাসান, ইউনিয়ন চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, মোঃ আনিসুর রহমান, মোঃ কফিল উদ্দীন, মোঃ শাহনেওয়াজ পারভেজ শাহান, সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন, প্রেমদীপ প্রকল্পের ট্যাকনিক্যাল ম্যানাজার মোকছেদুল মোমিন, ট্যাকনিক্যাল ম্যনাজার মোঃ শাহিন, ট্যাকনিক্যাল ম্যানাজার মোছাঃ সামশুং তারবীজ, ট্যাকনিক্যাল ম্যানাজার মিজানুর রহমান, উপজেলা ম্যানজার অরুন চন্দ্র শীল প্রমুখ। কর্মশালায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষের ভুমি সংক্রান্ত বিষয় ও আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করার প্রস্তাব গ্রহন করা হয়।