বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ইট ভাটা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ

মোঃ মিজান, স্টাফ রিপোর্টারঃ পরিবেশহীন ভাবে বোচাগঞ্জ ইট ভাটা গড়ে উঠায় একটি এলাকার ব্যাপক ক্ষতি দেখা দিয়েছে। কয়লা বিহীন নিমণমানের রাবার টায়ার জ্বালিয়ে উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামে হাজার হাজার মানুষ এ্যাজমাসহ মরণব্যাধিত আক্রান্ত হয়ে পড়ছে। পাশাপাশি ইট ভাটার আশপাশ প্রায় ৫০ একর জমির আবাদ নষ্ট হয়ে গেছে।

গণস্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের সাগির হোসেন নামে এক ভাটা ব্যবসায়ী প্রায় ২ বছর যাবত ভাটায় ইট তৈরী করছেন। পরিবেশ অধিদপ্তরের নিয়মানুযায়ী আবাসন এলাকার ন্যূনতম দূরে কয়লা জ্বালিযে ইট ভাটা স্থাপনের নির্দেশ রয়েছে। অথচ সাগির কয়লা জ্বালিয়ে ইট ভাটা স্থাপনের নির্দেশ রয়েছে। অথচ সাগির হোসেন পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে গ্রামের প্রায় ৫ হাজার মানুষের কলিজায় ধোয়া খাওয়ায় নিমণমানের বিষাক্ত জ্বালানী দিয়ে ব্যবসা করছে। এতে করে ওই গ্রামের আবাল বৃদ্ধ-বণিতা শিশু নারী এ্যজমা প্রকোপে ভুগছে। পাশাপাশি ফসলাদি জমির আবাদ বছরের পর বছর নষ্ট হচ্ছে। গৃহপালিত পশুর উপর দেখা দিয়েছে নানা ব্যাধি এলাকার জন প্রতিনিধিদের মাধ্যমে অভিযোগ করা হলে সাগির হোসেন পরিবেশ অধিদপ্তরের সান্নিধ্যে থেকেই তোয়াক্কা না করেই ইটের কালো ধোয়ায় উত্তর কৃষ্ণপুর আন্ধকারাচ্ছ করে রেখেছে। এ ব্যাপারে এলাকার ৩টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর সম্বলিত পৃথক পৃথক অভিযোগ দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপে ওই অঞ্চলের নির্যাতিত মানুষের প্রতিকারে এগিয়ে আসার আহবান জানিয়েছে।

 

বার্তা প্রেরক

মিজান

Spread the love