দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিকালে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট উদ্বোধন করা হয়। সেতাবগঞ্জ বড় মাঠে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রউফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উকিল চন্দ্র রায়, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক বরুন চন্দ্র সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় ও বড় সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
বোচাগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট উদ্বোধন
Please follow and like us: