
দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি গতকাল ৪ জুলাই সেতাবগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ উপজেলার এতিম ও আলেম ওলামাদের সাথে নিয়ে ইফতার করেন। এ উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফরূলাহ, সেতাবগঞ্জ কামিল মাদরাসার সাবেক
অধ্যক্ষ আব্দুল মঈদ সহ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার ছাত্র, আলেম ওলামবৃন্দ। উক্ত ইফতার মাহফিলে দেশ ও জাতীর উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।