
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। কার্যকরি ভূমি ব্যবহার ও কৃষি জমি সুরক্ষা নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়নের দাবীতে কৃষি জমি বাঁচানোর জন্য জনসংগঠন ঐক্য পরিষদ সংসদীয় এলাকা-২ বিরল ও বোচাগঞ্জ এর আয়োজনে, সিডিএ দিনাজপুর, এএলআরডি-ঢাকা, পিএলএনেট- (রাজশাহী ও রংপুর), আইএলসি ( রোম ) , জাতীয় কমিটি আর্ন্তজাতিক ফেমিলি ফামিং ও ওয়াল্ড রুরাল ফোরাম ইতালীর সহযোগিতায় আজ ১৯ নভেম্বর বুধবার বোচাগঞ্জ উপজেলা সিডিএ অফিস থেকে র্যালী বের করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল এর নিকট স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ বিরল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জাহেদুর রহমান (জাহিদ), বোচাগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির সভা প্রধান মানিক অধিকারী, দিঘরী জনসংগঠনের সম্পাদক শাহনাজ পারভীন, ঈশানিয়া ইউনিয়ন সমন্বয় কমিটির সভা প্রধান অভয় চন্দ্র রায়, ভাদুরীয়া জনসংগঠনের সভা প্রধান মোঃ নজিবউদ্দীন, ডহরা জনসংগঠনের দিনেশ চন্দ্র রায়, নাফানগর জনসংগঠনের সদস্য কামরুজ্জামান প্রমুখ।