
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের কড়ই কমিউনিটি ক্লিনিক ও সোসাইটি ফর উদ্যোগ এর সহযোগিতায় ইস্ট্যাবলিশ রাইটস টু হেলথ সার্ভিসেস থ্রো এ্যাডভোকেসি প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে গর্ভবর্তী মায়েদের অভ্যর্থনা ও পুষ্টিকর খাদ্য (খিঁচুরি) এবং সেভিং পট প্রদান করা হয়। ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য মোঃ আজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভিলেজ ইডুকেশন রিসোর্স সেন্টারের ঢাকা এর প্রতিনিধি খন্দকার ফয়সাল আহমেদ, কড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র রায়, স্বাস্থ্য সহকারী মাধবী রানী শীল, সি,এইচ,সি,পি জান্নাতুন কোবরা, সোসাইটি ফর উদ্যোগ এর এরিয়া কো-অডিনেটর নেজাবত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কড়ই এলাকার ৮০ থেকে ৯০ জন গর্ভবর্তী মা ও শিশু অংশ গ্রহন করে। অনুষ্ঠানে পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য সচেতনা মুলক আলোচনা করা হয়। সভা শেষে গর্ভবর্তী মায়েদের খিঁচুরি খাওয়ানোর পাশাপাশি সেভিংপট প্রদান করা হয়।