বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে জাতীয় ইদুঁর নিধন অভিযান উদ্বোধন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ “ইদুঁর ধরুন, ইদুঁর মারুন, ইদুঁর মুক্ত খামার গড়ুন” এই শ্লোগানকে সামনে আজ ২৮ অক্টোবর বুধবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাস ব্যাপী জাতীয় ইদুঁর নিধন অভিযান ২০১৫ইং এর উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা ক্যাম্পাস হতে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ লাইছুর রহমান, প্রাণতোশ চন্দ্র দেবশর্মা প্রমুখ। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সফিকুল ইসলাম।

Spread the love