
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ‘‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১১অক্টোবর রবিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান মোছাঃ হনুফা বেগম প্রমুখ। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন। সভায় বক্তারা বলেন, সমাজ রাষ্ট্র ও পরিবারের পক্ষ থেকে যথাযথ সুয়োগ সুবিধা প্রদান করলে এবং কন্যা শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে আগামীতে এই কন্যা শিশুরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিশেষ ভুমিকা রাখবে। উলেখ্য যে, এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চেয়েছিলেন কিন্তু অসুস্থ্যতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।