
বোচাগঞ্জ উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতাধীন উপজেলা পর্যায়ে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ক এক অবিহত করন সভা আজ ৫ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল এর সভাপতিত্বে এ অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাংবাদিক আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান খাদেমুন্নবী চৌধুরী বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন প্রমুখ। সভায় বক্তারা, “মাছে ভাতে বাঙ্গালী” কথাটির বাস্তবতার নিরিখে সরকারের এ যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানান সেই সাথে প্রকৃত জেলেদের সনাক্ত করে সঠিক নিবন্ধন তৈরী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।