
মোঃ শামসুল আলম, (দিনাজপুর) প্রতিনিধি॥ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ, পীরগঞ্জ ও বীরগঞ্জ সিডিপি’র যৌথ আয়োজনে দিন ব্যাপী বিশেষ জিএনবি স্বাস্থ্য ক্যাম্পেইন করা হয়েছে। দুপুর ১২টায় ২নং-ইশানিয়া ইউনিয়নের বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয় মাঠে ফিতা কেটে স্বাস্থ্য ক্যাম্পেইন এর উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহাম্মদ শরীফ। গুড নেইবারস্ বাংলাদেশ এর হেড অব নর্দান এরিয়া পিটার তুহিন বৈরাগীর সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী শাহা, ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু, গুড নেইবারসৃ বাংলাদেশ এর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান রাজিয়া সুলতানা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কালাম উদ্দিন লাভলু, বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার খায়রুল বাসার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষকলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল ও বীরগঞ্জ সিডিপির ম্যানেজার শ্রীজল টি¹া প্রমুখ। মেলায় দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ এস কে সাদেক আলী, চর্ম যৌন ও এলার্জী রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ শীতল চন্দ্র পাহান, কনসালটেন্ট গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ ডাঃ মোছা. নুরজাহান, দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ওয়াহেদুল হক উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় এলাকার প্রায় ৩শতাধীক গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ হাইজেনিক সামগ্রী অল্প মুল্যে প্রদান করা হয়।