শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে পল্লীশ্রীর আয়োজনে কিশোরী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার,বোচাগঞ্জ : ‘‘নারীর মর্যাদা সকলের মর্যাদা’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ২৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় পল্লীশ্রী বালুবাড়ী দিনাজপুর এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় বোচাগঞ্জের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৪ উপলক্ষে কিশোরী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে পদ্মা ও মেঘনা কিশোরী দল অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ে ৩-৩ গোলে উভয় দল সমান থাকায় খেলা গড়ায় ট্রাইবিকারে। ট্রাইবিকারে মেঘনা কিশোরী দল ৩-০ গোলে পদ্মা কিশোরী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার ও ৩নং মুশিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলেদেন। এসময় সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ মিজানুর রহমান চৌধুরী, নাজমা ফেরদৌস পুতুল, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, পল্লীশ্রীর প্রগ্রাম মনিটর একেএম শামসুদ্দীন, প্রগ্রাম ফেসিলিলিটর রওনক আরা হক, ফিল্ড ট্রেইনার শাহানাজ পারভীন, রতনদা আদর্শ গ্রামের সভা প্রধান মোছাঃ নুরবানু ও সাংবাদিক মোঃ শামসুল আলম সহ এলাকার সুধী জনেরা উপস্থিত ছিলেন।

Spread the love