শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে পল্লীশ্রীর উদ্দ্যোগে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

মো: শামসুল আলম,ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ : আজ ১৯ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টায় বে-সরকারী এনজিও পল্লী শ্রী বোচাগঞ্জ দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা-এর সহযোগিতায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা করা হয়। সমন্বয় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এস,এম,সি সভাপতি আবু তাহের মোঃ মামুন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক নকুল চন্দ্র দাস, অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম, মোঃ নুরুজ্জামান, রতনদা মডেল গ্রামের সভাপ্রধান নুর বানু প্রমুক। সভাটি পরিচালনা করেন পল্লী শ্রী বোচাগঞ্জের ফিল্ড ট্রেইনার শাহানাজ পারভীন। নারীর মর্যাদা ও অধিকারের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।