দিনাজপুর প্রতিনিধি : বোচাগঞ্জ পল্লী বিদ্যূৎ অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে পল্লী বিদ্যূৎ সমিতির গ্রাম উপদেষ্টা রিফেসার্স কোর্স এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। গ্রাহকদের সচেতনতা ও উদ্বুদ্ধকরণ, বিদ্যূৎ সাশ্রয় ও সেচ মৌসুমে বিদ্যূৎ ব্যবহার নিশ্চিত করার লক্ষে দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-১ এর জি,এম কারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল পল্লী বিদ্যূৎ সাবজোন অফিসের ডি,জি,এম রাজ্জাকুল রহমান, এ,জি,এম আয়েশা সিদ্দিকা, পল্লী বিদ্যুৎ সমিরিত পরিচালক আসাদুজ্জামান রাজা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জাফরুল্লাহ, লাইছুর রহমান, খাদেমুন্নবী চৌধুরী বাদল, প্রান্তোষ চন্দ্র দেবশর্মা, গ্রাম উপদেষ্টা শিক্ষক আব্দুর রহমান, রবিউল গনি রবি, আব্দুর রব, ফারম্নক আহমেদ প্রমুখ।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ