
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারি গ্রামে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের হাসান আলী, এনামুল, ফারুক, আজহারুল, হুসেন আলী, হাফিজুল সহ ৮-১০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে গত বৃহস্পতিবার ভোর রাতে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গৃহকর্তা নুরুল ইলসাম (৪৮) ও তার স্ত্রী মোছাঃ বেলি বেগম (৪২) কে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।
এসময় তারা নুরুল ইসলামের শোয়ার ঘরে প্রবেশ ব্যাপক ভাংচুর করে নগদ অর্থ, দুটি সাইকেল, মোবাইল সেট, একটি স্যালো মেশিনসহ বেশ কিছু আসবাসপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় একটি মাটির ঘর ভাংচুর করে এবং বাড়ীর আঙ্গীনার বেড়া ভেঙ্গে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
এসময় গৃহকর্তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সংঘবদ্ধ ব্যক্তিদের হাত ধারালো অস্ত্র থাকায় তারা সেখানে যেতে সাহস পায়নি। অবশ্য পরে তারা গুরুত্বর আহত গৃহকর্তা নুরুল ইলসাম (৪৮) ও তার স্ত্রী মোছাঃ বেলি বেগম (৪২) কে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীরা জানিয়েছেন গৃহকর্তার ৩ ছেলে ও ১ মেয়ে ঢাকায় পোশাক কারাখানায় চাকুরী করে। ছেলে মেয়েরা বাড়ীতে না থাকার সুযোগে পাশ্ববর্তী ভূমি দস্যূরা ভোররাতে ডাকাতির উদ্যোশে ও জমি দখল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে।
এব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বোচাগঞ্জ থানার এসআই মোঃ সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।