রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে প্রয়াত মন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর বিশাল স্মরণ সভা

মো. ইউসুফ : বাংলাদেশে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগের দুঃসময়ে যিনি বৃহত্তর দিনাজপুর জেলার রাজনীতিকে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছিলেন দিনাজপুরকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিতি করতে সকল ত্যাগ স্বীকার করে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি হলেন আমাদের প্রান প্রিয় নেতা মরহুম আব্দুর রৌফ চৌধুরী।
তার বর্নাঢ্য রাজনীতি জীবন বর্তমান আওয়ামীলীগের প্রজন্মকে এখনো অনুপ্রানিত করে। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। দল ও দেশের স্বার্থে তিনি কখনও কারো সাথে আপোষ করেননি। আওয়ামীলীগের রাজনীতিতে তার অসীম ত্যাগ-তিতিক্ষা চির স্মরনীয় হয়ে থাকবে। রাজনীতির কারনে তিনি সবত্র বিচরন করেছেন। প্রয়াত এই নেতার রাজনৈতিক আদর্শ  ও ত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ মঙ্গলবার সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এক সময়ের রাজপথের লড়াকু সৈনিক মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে উক্ত স্মরন সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলূ, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. খাদেমুল ইসলাম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আফছার আলী , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ, আওয়ামীলীগ নেতা পরেশ চন্দ্র সরকার, নঈম উদ্দীন শাহ, মো. শামীম আযাদ, এটিএম মামুন, রমজান আলী প্রমুখ।
এদিকে আব্দুর রৌফ চৌধুরীর ৭ম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল ৮টায় মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পন, ৯টায় মিলাদ মাহফিল ও কোরআন খানি, ১০টায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বনাঢ্য শোক র‌্যালী বের করা হয়।

Spread the love