
মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার বোচাগঞ্জ : দিনাজপুরের বোচাগঞ্জে ফেন্সিডিল সহ ৩ যুবককে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। গত ২১ নভেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এস আই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেতাবগঞ্জ পৌর এলাকার মুর্শিদহাট ফার্মপাড়ায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কাহারোল থানার চক মহরম গ্রামের আল আমিন (১৯), মোঃ তাহের উদ্দীন (২০) ও রুবেল রায় (২২) নামের ৩ যুবককে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যাহার নং ০৮,তারিখ ২১-১১-২০১৪ ইং ।