সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ফৌজদারি বিচার ব্যবস্থা ও জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Bochaফরিদ আহমেদ ফরিদ বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : গতকাল রবিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়ন ফেডারশেন সভা কক্ষে জিআইজেড এর অর্থায়নে এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাসত্মায়িত ইমপ্রমণভিং অব দ্যা রিয়াল সিচ্যুয়েশন অব ওভারক্রাউডিং ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে ফৌজদারি বিচার ব্যবস্থা ও জেন্ডার বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। ফেডারেশন চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশানিয়া ইউনিয়ন চেয়ারম্যান উৎপল রায় বুলু । আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজালুল ইসলাম, আব্দুস সামাদ সরকার, রিতা দাস রায়, হাসিমুন নাহার, কর্মসুচি ব্যবস্থাপক তপন কুমার সাহা ইংল্যান্ড থেকে আগত জিআইজেড কর্মকর্তা মিঃ কিম ও মিঃ জেম।

উক্ত কর্মশালায় ইশানিয়া ইউনিয়নের ৫০জন নারী পুরম্নষ অংশগ্রহন করেন।

ক্যাপশনঃ গতকাল রবিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়ন ফেডারশেন সভা কক্ষে কর্মশালার অতিথি বৃন্দ।

 

বার্তা প্রেরক

ফরিদ আহমেদ ফরিদ

মোবাইল-০১৭৪৫৫৫৫৬৫৫

Spread the love