সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

Bochবোচাগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল খেলার চুড়ান্ত খেলা আজ শনিবার বিকাল ৫টায় সেতাবগঞ্জ বড়মাঠে অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফরহাদ হাসান চৌধুরী ইগলু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উকিল চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, সাধারন সম্পাদক মো. আব্দুস সামাদ, সহকারী শিক্ষা অফিসার আতিকুর রহমান, ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক বরুন চন্দ্র সরকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবয়াক সাজ্জাদ হোসেন, সাংবাদিক ফরিদ আহম্মেদ ফরিদ প্রমুখ। উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় মেয়েদের বিভাগে টিএমএস প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় এবং ছেলেদের বিভাগে বড় সুলতানপুর প্রাথমিক বিদ্যালয় ও জালিহোর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল।