রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে বরেন্দ্র কর্তৃপক্ষের সাথে মত বিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি ॥ গত ২৫ জুন শনিবার বিকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে বোচাগঞ্জ উপজেলা বরেন্দ্র অফিসের সভা কক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বনায়ন ও সেচ সুবিধা প্রদানের লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বরেন্দ্র সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঠাকুরগাঁও বরেন্দ্র অফিসের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ জাফরুল্লাহ, মোঃ শাহনেওয়াজ পারভেজ শাহান, প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানাজার মোকছেদুল মোমিন, সামসু তাবরিজ, সাংবাদিক সাজ্জাদ হোসেন, উপজেলা ম্যানাজার অরুন চন্দ্র শীল, ভিডিসি সভাপতি ধনুরাম হেমব্রম, সভানেত্রী সুমিত্রা রানী ও ভিডিসি সদস্য বৃন্দ। বরেন্দ্র কর্তৃপক্ষ বোচাগঞ্জ্ উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর মানুষের সেচ সুবিধা প্রদান ও বনায়ন কর্মসূচীতে সম্পৃক্ত করে তাদের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার সিদ্ধান্ত নেন।

Spread the love