
দিনাজপুর প্রতিনিধি : আওয়ামীলীগের আর্দশে অনুপ্রানিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে গতকাল ১৯ অক্টোবর রবিবার বিকাল ৫টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি হাতে ফুলের নৌকা উপহার দিয়ে সেতাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার মোজাফ্ফর হোসেন মানু, পৌর বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা মাসুদ জাহাঙ্গীর, জাতীয় পার্টির নেতা মুক্তার হোসেন মুক্ত, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম মিঠু, ওয়ার্ড ইউপি সদস্য বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, নুরুজ্জামান. মহিউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ, মঞ্জুর হোসেন মজনু, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাশেদ সহ প্রায় শতাধীক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এসময় এমপি খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। মানুষ আওয়ামীলীগের প্রতি আস্থাশীল হওয়ায় এদলের ছায়াতলে আসছে। উক্ত যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলূ, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।