
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ০৬ ডিসেম্বর সেতাবগঞ্জ বড় মাঠে বিজয় মেলা উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সেতাবগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রেমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেনকে আহবায়ক, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলীকে যুগ্ম আহবায়ক ও যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুনকে সদস্য সচিব নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ০৬ ডিসেম্বর বোচাগঞ্জ হানাদার মুক্ত দিবসের মঞ্চে বিজয় মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।