
মোঃ শামসুল আলম,ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ‘এইচ আইভি সংক্রমন ও এইড্স মৃত্যু নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১ ডিসেম্বর সোমবার সকালে বোচাগঞ্জে বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। দিবসটি পালন উপলক্ষে সকালে স্বাস্থ্য কমপেক্সে হতে একটি র্যালী বের হয়ে সেতাবগঞ্জ পৌর এলাকা প্রদক্ষিন শেষে স্থানীয় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সরল চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল, মেডিক্যাল অফিসার মোছাঃ আঞ্জুমান আরা খানম,) মোছাঃ শাহানারা বেগম এমওএমসিএস প্রমুখ।