
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘অনেক হাসি এইতো বেশ, সুস্থ্য সবল বাংলাদেশ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১৯ নভেম্বর বুধবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের দেওগাও বকুলতলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে বেসরকারী প্রতিষ্ঠান গুড নেইবারস্ ও বিশ্বখ্যাত ইলেকট্রিনিক পন্য নির্মাতা প্রতিষ্ঠান এলজির যৌথ উদ্দ্যোগে দিন ব্যাপী স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ব্লাড পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, বিনোদন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ শিশু পরিষদ শাখার সভাপতি মোঃ আবু আহাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল বলেন, বেসরকারী প্রতিষ্ঠান গুড নেইবারস এ অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুদেরকে সু-স্বাস্থ্যের অধিকারী ও শক্তিশালী মানব সম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন গুড নেইবারস শুধু দেয় বিনিময়ে কিছুই নেয় না। তিনি উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও গুড নেইবারস্ এর কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে দেওগাও বকুলতলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মোঃ মজির উদ্দীন, গুড নেইবারস সেতাবগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প পরিচালক বরকতুল আহসান চৌধুরী। এসময় সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন ও সাংবাদিক মোঃ শামসুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনার পুর্বে বর্ণাঢ্য র্যালীটি দেওগাও বকুলতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।