
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষকরা শেষ সময়ে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৬শ ৭০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। সে অনুয়ারী গত জানুয়ারী মাস থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৯ হাজার ৪শত ৫০ হেক্টর জমিতে চারা রোপন শেষ করেছে কৃষকরা। আগামী ১৫ মার্চ-২০১৫ ইং পর্যন্ত চারা রোপন চলবে। বিশেষ করে আলূ ও সরিষা উত্তোলন শেষে একই জমিতে বোরো রোপন করবেন কৃষকরা। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানান, বোরো ধানের ফলন এবং উৎপাদন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সহ কৃষকদের সময়মত সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। আশা করা হচ্ছে এবছর লক্ষ্যমাত্রার অধিক জমিতে বোরো ধান আবাদ করবে কৃষকরা।