শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ব্লাষ্টের আয়োজনে মানবাধিকার বিষয়ক সচেতনতা মুলক সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আজ ১৩অক্টোবর মঙ্গলবার দুপুরে ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের আয়োজনে এবং সোসাইটি ফর উদ্দ্যোগএর সহযোগিতায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার দাফাদারপাড়া গ্রামে মানবাধিকার বিষয়ক সচেতনতা মুলক সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন ব্লাষ্টের প্যারালিগ্যাল ফারজানা ফারহীন (ইতু), ভিলেজ ইডুকেশন রিসোর্স সেন্টারের প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ,সোসাইটি ফর উদ্দ্যোগএর সহযোগি প্রগ্রাম অফিসার বিলকিস বেগম প্রমুখ। সভাটি পরিচালনা করেন ব্লাষ্ট দিনাজপুর ইউনিটের এ্যাডভোকট সন্ধারানী দাস। আলোচনা সভায় বক্তরা যৌতুক, বাল্য বিবাহ, মোহরনা, পারিবারিক দন্ধ এবং আইনি অধিকার বিষয়ে আলোচনা এবং প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সভা সমাপ্ত করেন। এছাড়া সকাল ১০ টায় ৪নং আটগাও ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মানবাধিকার বিষয়ক সচেতনতা মুলক সভা করে প্রতিষ্ঠানটি।