মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে মৌসুমী রোগ সমূহ ও প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আজ ১৭ অক্টোবর শনিবার বিকালে নারীর প্রতি সহিংসতা মুক্ত মডেল গ্রাম উদ্দ্যেগ রতনদায় বে-সরকারী এনজিও পল্লীশ্রীর ­আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ঢাকা এর সহযোগিতায় মৌসুমী রোগ সমূহ ও প্রতিরোধে করনীয় বিষয়ক এক আলোচনা সভা করা হয়। রতনদা মডেল গ্রামের সভাপ্রধান নুর বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ড.সরল চন্দ্র রায়। এসময় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শামসুল আলম, রতনদা এ্যাকশং কমিটির সদস্য যথাক্রমে মোঃ হাসান আলী শিল্পী রানী এবং রামদাস পাড়া, গোদাপুকুর, গোপালপুর ও রতনদা গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন পল­ীশ্রী বোচাগঞ্জের ফিল্ড ট্রেইনার শাহানাজ পারভীন।