
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ৬নং রনগাও ইউনিয়নের বাসুদেবপুর ব্রীজে অভিযান চালিয়ে একটি অবৈধ ফিক্সড ইঞ্জিন অপসারণসহ ১হাজার মিটার বেড়জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য অফিসের সামনে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। এছাড়াও সকালে সেতাবগঞ্জ বাজারের মাছ হাটিতে ফরমালিন অভিযান পরিচালনা করা হয়। উপরোক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। এসময় মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম থানার এএসআই রেজাউর রহমান, এএসআই সুলতান মাহমুদ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ গোলাম মর্তুজা প্রমুখ উপস্থিত ছিলেন।