শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ ২০১৬ সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি॥ আজ ২৫জুলাই সোমবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে জল আছে যেখানে – মাছ চাষ সেখানে এই ¯ে¬াগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ এর মুল্যায়ন, পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা সায়েম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাকসেবী সফল মৎস চাষী মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ দিদারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়  প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে উন্নত জাতের ব্রড মাছ উৎপাদন করায় নুরুল আনোয়ার চৌধুরীকে ক্রেস্ট তুলে দেন এবং কার্প মিশ্র চাষে অবদানে আবু তাহের মামুন ও সম্প্রসারন কর্মী হিসেবে মিজানুর রহমানকে একই পুরস্কার দেয়া হয়। এসময় উপজেলার সকল মৎস্য চাষী উপস্থিত ছিলেন।