মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে বোচাগঞ্জ উপজেলা যুবলীগ, সেতাবগঞ্জ পৌর যুবলীগ দিবসটি পালন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১১টায় বর্ণাঢ্য যুবলীগ সভাপতি সজিব ও সেক্রেটারি তুহিনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রা ও বেলা ১২টায় স্থানীয় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোচাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক নুরে আলম কায়সার, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আযদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, পৌর যুবলীগের সভাপতি মঞ্জুর হাবীব তুষার, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ।

Spread the love