বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বোচাগঞ্জে শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ ২ নভেম্বর সোমবার দিনব্যাপী আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগিত, কবিতা আবৃতি, নৃত্যসহ একক অভিনয়ে অংশ নেয়। অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আসাউদ দৌল¬া জুয়েল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মোঃ শামীম আজাদ, সেতাবগঞ্জ থিয়েটারের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন, সংগিত প্রশিক্ষক হোসেন মাহমুদ সরকার, গোলাম রাব্বানী, সরল কুমার রায় প্রমুখ। প্রতিযোগতিা শেষে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, উপজেলা পর্যায়ে বিজয়ী আগামী ৪ নভেম্বর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে জানা গেছে।