
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ জাতীয় বেতন স্কেল ২০১৫ এ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি দপ্তরের বেতন ভাতাদি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর প্রদানের বিষয়ে আজ ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নিকট প্রতিবাদ স্বারকলিপি প্রদান করেন। এসময় এমপি খালিদ মাহমুদ চৌধুরী স্বারকলিপি গ্রহন করে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগতি করবেন বলে আশ্বাস দেন। এসময় বোচাগঞ্জ উপজেলা কার্যকরি কমিটির আহবায়ক ডাঃ সরল চন্দ্র রায়, যুগ্ন আহবায়ক উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।